Breaking News

বিমান যাত্রায় বিরাট কোহলির পাশে তাসকিন আহমেদ, স্বপ্নপূরণে আপ্লুত তিনি

ঘরের মাঠে প্রথম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানে হার। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে সোমবারই ঢাকার উদ্দেশে রওনা দিয়্ছে ভারত এহবং বাংলাদেশ দুই দলই। একইসঙ্গে এই ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে রয়েছে টিম ইন্ডিয়া। সেই যাত্রাপথেই যেন স্বপ্নপূরণ তাসকিন আহমেদের।




বিমান যাত্রায় তাসকিন আহমেদের পাশেই সিটেই বিরাট কোহলি। আর তাতেই যেন আপ্লুত বাংলাদেশের েই তারকা পেসার। সোশ্যাস মিডিয়াতে সেই কথা জানাতে ভুললেন না তিনি। বাংলাদেশের হয়ে সম্প্রতি অসাধারণ পারফরম্যান্স প্রদর্সন করেছেন তাসকিন আহমেদ। বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদের পারফরম্যান্স সকলকেই মুগ্ধ করেছিল।

যদিও টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে তাসকিন আহমেদকে না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কিন্তু দ্বিতীয় টেস্টে যে এই তারকা ক্রিকেটার ভারতীয় দলের বিরুদ্ধে খেলবেন তা নিয়ে কোনও দ্বিধা নেই। দল ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তিনিও।




বিরাট কোহলির মতো ক্রিকেটারের সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে বিশ্বের েকোনও ক্রিকেটারই থাকেন। তাসকিন আহমেদও যেতাদের মদ্যেই একজন তা বলার অপেক্ষা রাখে না। বিমান যাত্রায় তাসকিন আহমেদের পাশে বসেই ঢাকায় পৌঁছেছেন তিনি। আর এই মুহূর্তটাই যেন তাঁর কাছে সবচেয়ে প্রিয়।

সেজন্য বিরাট কোহলির সঙ্গে সেলফি তোলার লোভটাও যেন সামলাতে পারলেন না এই তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়াতেই সেই কথা জানিয়েছেন তিনি। বিরাট কোহলির সঙ্গে এবার ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। টি টোয়ন্টি এবং একদিনের ফর্ম্যাটে সেঞ্চুরীর মুখ দেখেছেন বিরাট কোহলি।




বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও সকলে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরী দেখার প্রত্যাশাতেই ছিলেন। যদিও সেই আশা এখনও পর্যন্ত পূরণ হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে রান পেতে ব্যর্থই হয়েছেন এই তারকা ক্রিকেটার। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই বড় রান পেতে মরিয়া হয়ে রয়েছেন বিরাট কোহলি। সেজন্য এথন থেকেই প্রস্তুতিতে ব্যস্ত েেহয়ে রয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১ রান করতে পেরেছিলেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাননি বিরাট কোহলি। রবিবারই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতেছে ভারতীয় দল। যদিও বিরাট কোহলি নিজের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ। রবিবারই নেটে নেমে পড়েছিলেন তিনি। সেখানেই চলে তাঁর জোরকদমে প্রস্তুতি। দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির ব্যাটে ফের সেঞ্চুরীর ঝলক দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *