Breaking News

বাপ্পি আমাকে মনের মত সুখ দিয়েছে : অপু বিশ্বাস

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাসকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রেমের গু’;ঞ্জ;ন চাউর রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই নায়ক বাপ্পি জানান, আগামী মাসেই আমরা বিয়ে করছি। আর আমাদের এই বিয়ে দেখতে সিনেমা হলে যেতে হবে।

বাপ্পি বলেন, ‘কেননা সামনের মাসেই আমাদের নতুন ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু মুক্তি পাবে। এই ছবিতেই দেখা যাব’ে আমাদের বিয়ে।এ ব্যাপারে অপু বিশ্বাস জানান, আমাদের বিয়ে হচ্ছে। শিগগিরই বাপ্পিকে প্র;কা;শ্যে বিয়ে করছি।

আ;নন্দের স’ঙ্গে জানাচ্ছি, আপনারা বিয়ে দেখতে যাব’ে। আমাদের বিয়েটা দেখতে হলে আসতে হবে সিনেমা হলে।সম্প্রতি রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজি মার্কেটে আমারা ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতে গিয়েছিলেন বাপ্পি-অপু।

প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রের এই দুই তারকা। উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মজা করে বিয়ের গু’;ঞ্জ;ন নিয়ে এসব কথা বলেন বাপ্পি-অপু। পর্দা করায় মানুষ এখন বেশি ‘সম্মান করেঃ অভিনেত্রী ‘সুজানা

জনপ্রিয় অভিনেত্রী-মডেল সুজানা জাফর অনেকদিন ধরেই মিডিয়ায় দেখা নেই। কিছুদিন আগে সুজানা জানিয়েছেন, এখন তিনি পর্দাশীন হওয়ায় অভিনয়ে ফেরার সম্ভাবনা আর নেই। মডেল ও

অভিনেত্রী সুজানা জাফর বছরের বেশিভাগ সময়ই কাটান বিদেশে। ইদানীং সুজানা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে থাকেন। তবে সুজানা বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক।

সুজানা নিজের ফ্যাশন হাউজ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। দুবাই থেকেই তার সুজানাস ক্লোজেটের জন্য সামগ্রী নিয়ে আসেন দেশে। তবে নিজেও ডিজাইন করেন অনেক পোশাক। যদিও এখনই নিজেকে পুরাদস্তুর ফ্যাশন ডিজাইনার বলতে নারাজ সুজানা। নিজের ভালো লাগা থেকেই ডিজাইন করেন সুজানা। সুজানা জাফর গণমাধ্যমকে জানান,

প্রায় দুই বছর হলো অভিনয়-মডেলিং সব ছেড়ে দিয়েছেন। সুজানা বলেন, মানুষ এখনো আমাকে ভালোবাসে সেটা আমি বুঝি তাদের রেসপন্স, তাদের ম্যাসেজ, তাদের রেসপেক্ট দেখে। আমার কাছে মনে হচ্ছে, মানুষের কাছে আগের থেকে এখন বেশি রেসপেক্ট পাই। শুধু ব্যবসায়ের ব্যস্ততা নয়,

এর স’ঙ্গে সুজানা পর্দা করাও শুরু করেছেন। আর পর্দানশীন হয়ে মেকআপ, সাজগোজ করে অভিনয় করতে যাওয়াটা যে খুব বেখাপ্পা লাগবে তা সুজানা ভালোই বোঝেন।তাই সুজানা অভিনয়টা মন থেকেই ছেড়ে দিয়েছেন।এখন সুজানার ফেসবুক পেজে নিয়মিত ইসলামের প্রচার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *