বিসিবির সভাপতি হওয়ার প্রস্তাব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। পরবর্তী নির্বাচনে প্রস্তাব পেয়েছেন তিনি।তবে কি ফারুকের অধ্যায় শেষ করে এবার বিসিবির সভাপতি হতে যাচ্ছেন বুলবুল।
এখন প্রশ্ন হলো, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আর কে কে আছেন? মূলত সেটাই এখন দেখার বিষয়। সত্যিই কি ফারুকের প্রতিদ্বন্দ্বী কেউ আছেন? এই প্রশ্নর জবাবে বলা যায়, আছেন। তবে নীরবে। এখন পর্যন্ত ঘোষণা দিয়ে বিসিবি সভাপতি হিসেবে নির্বাচন করার কথা বলেননি কেউই।
তবে ক্রিকেট পাড়ায় কয়েকটি নাম শোনা যাচ্ছে। সে তালিকায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের ক্রিকেট ইতিহাসের সব সময়ের এক নম্বর ওপেনার তামিম ইকবালের নামও আছে। যদিও তামিম ইকবাল এখনো নিজ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি। তবে আপন ভুবনে বিসিবি প্রধান পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছেন তামিম, সেটা এখন মোটামুটি ওপেন সিক্রেট।
জানা গেছে, তামিম বিসিবির পরবর্তী সভাপতি হতে আগ্রহী। তার আগে বর্তমানে অবস্থা পর্যবেক্ষণ করছেন তামিম। সুযোগ ও সম্ভাবনা দেখলে তাকে নির্বাচন করতে দেখা যাবে এমনটা জোর দিয়েই বলা যায়। এর পাশাপাশি বিসিবিতে দীর্ঘদিন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মাহবুব আনামের নামও আছে কারও কারও মুখে।