Breaking News

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য, ডাক পেয়েছেন মিরাজ

পিঠের চোটে পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনিং ব্যাটার সৌম্য সরকার। আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। সৌম্যের জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

গত এক সপ্তাহ ধরে পিঠের ডান পাশে ব্যথা অনুভব করছিলেন সৌম্য। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ‘চিকিৎসা পর্যালোচনার পর দেখা গেছে, চোটের কারণে সৌম্যকে অন্তত ১০ থেকে ১২ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। সে অনুযায়ী আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার খেলা সম্ভব নয়।’

এই চোট নতুন করে বাংলাদেশের স্কোয়াডের ভারসাম্য নিয়ে কিছুটা চিন্তা তৈরি করলেও বিসিবি দ্রুতই বিকল্প খুঁজে নিয়েছে।

সৌম্যের জায়গায় দলে ঢুকেছেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বর্তমানে লাহোর কালান্দার্স দলে পিএসএল খেলতে পাকিস্তানেই আছেন। ফ্র্যাঞ্চাইজি লিগের দায়িত্ব শেষ হলেই তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

মিরাজ এর আগে বাংলাদেশের হয়ে ২৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন। অফস্পিনের পাশাপাশি তার কার্যকর ব্যাটিং স্কিল থাকায় দলে ভারসাম্য আনবেন বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে সাম্প্রতিক অভিজ্ঞতা থাকা মিরাজ হতে পারেন এক্স-ফ্যাক্টর।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ মে, লাহোরে। সৌম্যর অনুপস্থিতিতে ওপেনিং কম্বিনেশন কেমন হবে, আর মিরাজ কীভাবে একাদশে জায়গা করে নেন, সেটিই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *