Breaking News

ব্রেকিং নিউজঃ অবশেষে জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সাকিব

প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যদিও প্রথম ম্যাচে ছিলেন নিস্প্রভ, তবে দ্বিতীয় ম্যাচেই পুরনো চেহারায় ধরা দিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।

রাজনৈতিক টানাপোড়েন, নিষেধাজ্ঞা, ব্যক্তিগত চ্যালেঞ্জ—পেছনের কয়েক মাসে মাঠের বাইরের এক কঠিন অধ্যায় পার করেছেন সাকিব। তবে এখন তার চোখ মাঠেই, আর নতুন করে শুরু করছেন ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে।

লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন সাকিব। দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, ফখর জামানদের মতো তারকারাও। দলটির ড্রেসিংরুমের পরিবেশে বেশ স্বস্তিতেই আছেন সাকিব।

‘লাহোরের আবহটা চমৎকার। এখন অনেক দারুণ ফাস্ট বোলারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করছি। এটা খুবই ইতিবাচক অভিজ্ঞতা,’ জিও টিভিকে বলেছেন তিনি।

দীর্ঘ সময় পর মাঠে ফেরায় সাকিব বলছেন, এই ফেরাটা তার জন্য বিশেষ। তিনি বলেন, ‘অনেকদিন পর খেলায় ফিরলে শরীর ও মানসিকভাবে নিজেকে বুঝতে হয়। ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আমার জন্য ভালো সুযোগ।’

এখানেই থেমে থাকেননি। জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে যখন চারদিকে প্রশ্ন, তখন নিজের অবস্থানও পরিস্কার করেছেন সাকিব: ‘এই মুহূর্তে আমি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই মনোযোগ দিতে চাই। সামনের কয়েক মাসে কী হবে জানি না, তবে চুক্তি অনুযায়ী লিগগুলোতে খেলব।’

পিএসএলে আগেও খেলেছেন সাকিব, তবে এবারের অভিজ্ঞতা তাকে আরও বেশি মুগ্ধ করেছে। ‘লিগটির মান অনেক বেড়েছে। আগেও এসেছি, অভিজ্ঞতা সবসময় ভালো ছিল। কিন্তু গত দশ বছরে এটি আরও পরিণত হয়েছে।’

সামনেই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যদিও স্কোয়াডে নেই সাকিব, তবু খেলার দিকে থাকছে তার নজর। ‘সিরিজটা খুবই উত্তেজনাপূর্ণ হতে পারে। দুই দলেই তরুণরা ভালো কিছু করতে মুখিয়ে আছে। আমিও এই সিরিজটা দেখার অপেক্ষায় আছি।’

ব্যক্তিগত ঝড় সামলে আবারও মাঠে ফিরেছেন সাকিব। জাতীয় দলে ফেরা হোক বা না হোক, তাঁর লক্ষ্য এখন স্পষ্ট—দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিজের অভিজ্ঞতা ও পারফরম্যান্স দিয়ে আলো ছড়ানো। পিএসএল দিয়ে শুরুটা ইতিবাচক হলে, সামনে আরও অনেক কিছুই দেখার বাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *