Breaking News

আইপিএলে দূর্দান্ত পারফরমেন্স করেও দেশে এসে দুঃসংবাদ দিলেন মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: আইপিএল শেষে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনটি ম্যাচ খেললেও, প্লে-অফে উঠতে পারেনি তার দল। তবে আইপিএল শেষেই জাতীয় দলে ফেরার কথা ছিল এই বাঁহাতি পেসারের। পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে এসেছে হতাশার খবর—ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মুস্তাফিজের বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়েছে। ফলে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

কীভাবে চোট পেলেন মুস্তাফিজ?

দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের শেষ ম্যাচে বল করার সময় ফিরতি ক্যাচ নিতে গিয়ে আঙুলে আঘাত পান কাটার মাস্টার। প্রথমে চোট গুরুতর মনে না হলেও, ম্যাচ শেষে এক্স-রে করার পর ধরা পড়ে আঙুলে ফ্র্যাকচার। বিসিবির ফিজিও দেলোয়ার হোসেন বলেন—

“গতকাল আইপিএলে শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজুর বাম হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচার হয়েছে। সেরে উঠতে তাকে এখন বিশ্রাম ও রিহ্যাবের প্রয়োজন।”

চোট পাওয়ার পরও সাহসিকতার সঙ্গে নিজের বাকি দুই ওভার শেষ করেন মুস্তাফিজ। তবে স্ক্যান রিপোর্টেই নিশ্চিত হয়ে যায়, সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন তিনি।

মুস্তাফিজের বদলি হিসেবে কে?

মুস্তাফিজের জায়গায় পাকিস্তান সফরের দলভুক্ত করা হয়েছে খালেদ আহমেদকে। সবশেষ ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই ডানহাতি পেসার। খুব শিগগিরই পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

কবে ফিরতে পারেন মুস্তাফিজ?

ফিজিওর মতে, অন্তত দুই সপ্তাহ বিশ্রাম প্রয়োজন মুস্তাফিজের। এরপর ফলোআপ মূল্যায়নে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি কখন ফিরতে পারবেন। ফলে আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও তার অংশগ্রহণ অনিশ্চিত।

FAQ (প্রশ্নোত্তর):

প্রশ্ন: মুস্তাফিজ কোন ম্যাচে চোট পান?

উত্তর: দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের শেষ ম্যাচে বোলিংয়ের সময় ফিরতি ক্যাচ নিতে গিয়ে চোট পান তিনি।

প্রশ্ন: মুস্তাফিজের কী ধরনের ইনজুরি হয়েছে?

উত্তর: বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়েছে। দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

প্রশ্ন: পাকিস্তান সফরে মুস্তাফিজের বদলে কে খেলবেন?

উত্তর: মুস্তাফিজের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ।

প্রশ্ন: কবে মাঠে ফিরতে পারেন মুস্তাফিজ?

উত্তর: ফিজিওর মতে অন্তত দুই সপ্তাহ বিশ্রাম প্রয়োজন, তারপর অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *