সবাই বলছে রাজার জায়গা সাকিব আল হাসান থাকলে এমন পারফর্ম করতে পারতেন কি না ।।দেখেন ভাই রাজা জায়গায় সাকিব থাকলে এতটুকু বলতে পারি কোয়েটা ২০০ রান পার করতে পারতো না । রাজা রান খেয়েছে ৪৩ ।
সাকিব বোলিং করলে ১০ রান কম খেলেও খেত । সেখানে লাহোরের টার্গেট আরো কম হতো । ম্যাচ লাহোর আরো সহজে জিতে যেত ।। এটা সত্যি সাকিব এখন হয়তো রাজার মত ১৫০+ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারছেন না । কিন্তু সাকিব একাই একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ।। এমন ও তো হতে পারতো সাকিব বোলিং এ ২-৩ উইকেট পেয়ে যেতেন তাহলে তো কোয়েটা আরো কম রানের টার্গেট দিতো ।।
সবচেয়ে রাজা ফাইনাল ম্যাচে যে পারফর্ম করেছে তা অসাধারণ। কিন্তু তার মানে এই নয় যে রাজার জায়গা সাকিব থাকলে ম্যাচ জিততো না ।। তাছাড়া সারা দুনিয়া জানে এমন কি রাজা ও জানে এবং মানে সাকিব আল হাসান এই জেনারেশনের বিশ্বক্রিকেটের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার ।
Bongofact