Breaking News

ভুটানের বিপক্ষে ম্যাচে আজ সামিত শোম একাদশে থাকবেন কিনা জানিয়ে দিল কোচ কাবরেরা

জামাল ভূঁইয়ার হাত ধরে এক যুগ আগে যে যাত্রা শুরু হয়েছিল, তাতে সর্বশেষ সংযোজন শমিত সোম। কানাডার জাতীয় দলে খেলার সুযোগ পাশে ঠেলে শমিত এসেছেন লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আগামী ১০ জুন মাঠে নামবে বাংলাদেশ।

এর আগে আজ বুধবার (৪ জুন) ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন হামজা-ফাহমিদুলরা। জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। হামজা-ফাহমিদুল আগেই যোগ দিয়েছেন দলের সঙ্গে। সকালে এসেছেন শমিত। গত ২ জুন সকালে দেশে আসা হামজা অনুশীলন করেছিলেন বিকেলে। আজকের ম্যাচে তার খেলা অনেকটা নিশ্চিত। প্রশ্ন উঠেছে, শমিত খেলবেন কি না।

শমিতের খেলা নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। তার কথায় মনে হয়েছে, দীর্ঘ ভ্রমণ ক্লান্তি শেষে শমিতকে নিয়ে ঝুঁকি নিতে চাইবেন না তিনি।

কাবরেরা বলেছেন, ‘যখন থেকে শমিতের আসার কথা হয়েছে, আমরা তার সঙ্গে আলাপ করেছি। জাতীয় দলে তার কী ভূমিকা হবে সেই বিষয়ে তাকে জানিয়েছি। সবকিছুর সঙ্গে ঠিকঠাক মানিয়ে নিতে প্রস্তুত সে। তবে যেহেতু লম্বা ভ্রমণ করে আসছে, তাকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

সকালে দেশে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শমিত বলেন, ‘আমি ভীষণ রোমাঞ্চিত। দেশে এলাম, সবার সঙ্গে দেখা হবে। খেলতে পারব। দলে আমার ভূমিকা কী হতে পারে, কোথায় খেলব, তা নিয়ে কোচের সঙ্গে কথা বলেছি। ভ্রমণের জন্য দুদিন অনুশীলন করতে পারিনি। আবার শুরু করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *