বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের উপর নাখো’শ হামজা চৌধুরী!
মূলত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তখন এক গোল দিয়ে ফেরার ইঙ্গিত দিচ্ছিলো হামজা, শোমিত শোমরা। ম্যাচের নিয়ন্ত্রণ তখন বাংলাদেশের। অথচ সেসময় দেখা গেল খেলোয়াড় বদল করতে গ’ড়িম’সি করে টিম ম্যানেজমেন্টের কর্তারা।
অলমোস্ট পাঁচ মিনিটের মতো সময় লেগে যায় সেখানেই। এমন অপেশাদারীত্ব পছন্দ হয়নি হামজা চৌধুরীর। এমনকি এক পর্যায়ে হামজা ছু’টে গিয়েছিলেন ম্যানেজারের দিকে। এদিকে ‘বাংলাদেশ প্রতিদিন’ প্রতিবেদন করেছে,ঐ ঘটনায় টিম ম্যানেজমেন্টের উপর নাখো’শ হয়েছেন হামজা চৌধুরী