গেল বেশ কিছুদিন যাবত মাঠের ক্রিকেটের বাইরে রয়েছে শরিফুল ইসলাম। গেল মাসে পাকিস্তান সফরে গিয়ে মাংস পেশির ইনজুরিতে পড়েছিলেন এই টাইগার পেসার। আর কোনো তারকা পেসার না থাকায় তার অনুপস্থিতি সেই সিরিজে টের পেয়েছিল বাংলাদেশ। তবে এবার শ্রীলঙ্কা সফর দিয়ে ফিরতে যাচ্ছেন তিনি।
ইতোমধ্যে তিন ফরমেটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। লম্বা সময়ের এই সফরের শুরুতেই থাকছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। অবশ্য এই সিরিজ দিয়ে ফেরা হচ্ছে না শরিফুলের। তবে পরবর্তী সাদা বলের সিরিজে দেখা যেতে পারে তাকে। আপাতত ইনজুরি কাটাতে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি।
বিসিবির মেডিকেল বিভাগ দেশের এক গণমাধ্যমকে জানিয়েছে বর্তমানে ভালো অবস্থায় রয়েছেন শরিফুল। পরবর্তী সিরিজ দিয়ে মাঠে ফেরার জোর সম্ভাবনা রয়েছে তার। তবে আরেক টাইগার পেসার তাসকিন আহমেদকে নিয়ে খুব একটা আশার বাণী শোনাতে পারেননি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
লম্বা সময় যাবত মাঠের বাইরে থাকা তাসকিন হয়তো গোটা শ্রীলঙ্কা সিরিজেও পারবেন না ফিরতে, ‘তার পুনর্বাসন চলছে। কিন্তু (সাদা বলের সিরিজ শুরুর) ওই সময়ের আগে সে দলে ফিরতে পারবে কিনা তা আমরা নিশ্চিত নই। আমরা এই মাস শেষ হওয়ার পর তার অবস্থা পুনরায় মূল্যায়ন করব। এরপরই আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।’
এদিকে টেস্ট সিরিজ দিয়ে অনেক লম্বা সময় পর দলে ফিরেছেন এবাদত হোসেন। এছাড়াও লাল বলের দলে তার সঙ্গে আছেন পেসার নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। এদিকে আঙুলের ইনজুরিতে পাকিস্তান সফর শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার কথা তার।