সর্বশেষ

সমালোচনার দাতভাঙ্গা জবাব দিয়ে ১ম ক্রিকেটার হিসেবে স্মিথ-রুটদের এলিট ক্লাবে শান্ত

নতুন ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ চক্রে 20২৫-২৭ এ প্রথম ব্যাটসম্যান হিসেবে নাজমুল হোসেন শান্ত এখন স্টিভেন স্মিথ এবং জো রুটের মতো কিংবদন্তিদের সাথে যোগ দিলেন।

৯৪ ওভারের দ্বিতীয় বলে অবশ্য নাজমুল হোসেন শান্তকে আউট করার সম্ভাবনা জাগিয়েছিলেন লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো। আম্পায়ার আউটও দেন। যদিও শান্ত রিভিউ নিয়ে বেঁচে যান। রিভিউতে দেখা যায় এলবিডব্লিউ হননি শান্ত, লাফিয়ে ওঠা লেংথ বলটি তার ব্যাট স্পর্শ করে প্যাডে লাগে।

ক্যারিয়ারের দ্বিতীয় দেড়শ থেকে মাত্র ২ রান দূরে থাকতেই ক্যাচ তুলে দিলেন নাজমুল হোসেন শান্ত। আসিথা ফার্নান্দোর বলে বিদায় নিয়েছেন শান্ত। দেড়শ হলো না তার। আসিথার বলে মিড অফে ক্যাচ তুলে দেন তিনি। বলটি লুফে নেন আঞ্জেলো ম্যাথিউস। ফেরার আগে ২৭৯ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১৪৮ রান করেন শান্ত। তার বিদায়ের মধ্য দিয়ে ভাঙল ৪৮০ বলে ২৬৪ রানের অনবদ্য জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *