Breaking News

দুঃসংবাদ: বাংলাদেশকে বাদ দিয়েই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আইসিসি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ১২ জুন থেকে ইংল্যান্ডে বসছে নারী টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর। ২৪ দিনের এই জমজমাট লড়াইয়ের জন্য এক বছর আগেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন আসরে বাড়ানো হয়েছে দলসংখ্যাও—১০ থেকে বেড়ে এখন ১২।

দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ–১ এ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে থাকবে বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল। গ্রুপ–২ এ স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে জায়গা পেয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং আরও দুটি বাছাইপ্রাপ্ত দেশ।

বিশ্বকাপের ব্যাট-বলের টানটান লড়াই হবে ইংল্যান্ডের সাতটি ঐতিহ্যবাহী ভেন্যুতে—লর্ডস, দ্য ওভাল, ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, ব্রিস্টল, সাউদাম্পটন ও এজবাস্টন।

১২ জুন এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। প্রথম দিনেই থাকবে প্রতিশোধের সুবাস—২০২৩ সালের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। পরদিন, ১৩ জুন নিউজিল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একই দিনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাও।

কিন্তু চোখ থাকবে ১৪ জুনের দিকে। কারণ, এই দিনেই ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে ‘মহারণ’—ভারত বনাম পাকিস্তান। যতবার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছে, বিশ্বকাপ যেন তখন আর শুধু খেলা থাকে না, রূপ নেয় আবেগের বিস্ফোরণে।

গ্রুপ পর্বে ভারত আরও খেলবে ২১ জুন দক্ষিণ আফ্রিকার সঙ্গে ও ২৮ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে, পাকিস্তান লড়বে ১৭ জুন দক্ষিণ আফ্রিকার ও ২৩ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই গ্রুপের শেষ ম্যাচটিও জমবে—২৮ জুন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার মহারণে।

দ্বিতীয় গ্রুপেও রয়েছে নজরকাড়া সূচি। ইংল্যান্ড খেলবে পাঁচ ভেন্যুতে। ২৪ জুন লর্ডসে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২৭ জুন ওভালে বড় পরীক্ষা নিউজিল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কা ১৬ জুন মাঠে নামবে কিউইদের বিপক্ষে, এরপর ২১ জুন ক্যারিবীয়দের মুখোমুখি হবে ব্রিস্টলে।

সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে আটটি দল—আয়োজক ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি চারটি দল বাছাইপর্ব থেকে আসবে।

এখন পর্যন্ত বাছাই পর্বে খেলার নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেপাল ও থাইল্যান্ড। ইউরোপ, আফ্রিকা এবং পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকেও যোগ দেবে আরও পাঁচটি দেশ। এই ১০ দল মিলে হবে আলাদা প্রতিযোগিতা, সেখান থেকে সেরা চারটি দল পাবে বিশ্বকাপে খেলার টিকিট।

৩০ জুন ও ২ জুলাই অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল, আর ৫ জুলাই ক্রিকেটের রাজমুকুটের লড়াই ফাইনালে। ঐতিহাসিক লর্ডসের ব্যালকনিতে এবার কোন দল হাতে তুলবে বিশ্বজয়ের ট্রফি—প্রশ্নটা এখনই ক্রিকেটপ্রেমীদের ঘুম কাড়ছে।

এক বছর বাকি থাকলেও শুরু হয়ে গেছে উত্তেজনার ঢেউ। গ্যালারিতে জায়গা নেওয়ার লড়াই যেমন শুরু, তেমনি বিশ্লেষণ শুরু হয়েছে কাগজ-কলমে। ইংল্যান্ডের গ্রীষ্মে যখন সূর্য ঝলমল, তখনই মাঠে নামবে নারী ক্রিকেটের তারকারা—লক্ষ্য একটাই, বিশ্ব জয়ের স্বপ্নপূরণ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *