Breaking News

আকাশ ছোঁয়া মূল্যে বিগ ব্যাশে দল পেলেন রিশাদ, খেলবেন যে দলের হয়ে

বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ মাতাতে দেখা যাবে বাংলাদেশের এই লেগ স্পিনারকে। মেলবোর্নে বিগ ব্যাশের ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে আসরটির বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।

বিগ ব্যাশের সবশেষ আসরেও খেলার সুযোগ ছিল লেগ স্পিনার রিশাদের। গত মৌসুমের প্লেয়ার্স ড্রাফট থেকেও তাকে দলে টেনেছিল হোবার্ট হারিকেন্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে সূচির সাংঘর্ষিক হওয়ার পাশাপাশি নানা জটিলতায় বিগ ব্যাশ খেলতে হওয়া হয়নি তার।

রিশাদের পাশাপাশি বিগ ব্যাশের আগামী আসরের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার। এদের মধ্যে আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।

বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা আছে কেবল সাকিব আল হাসানের। ভিন্ন দুই মৌসুমে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

বাংলাদেশের বাইরে বিগ ব্যাশের ড্রাফট নাম দিয়েছেন আফগানিস্তান, ইংল্যান্ড, কানাডা, ভারত, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, স্কটল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের ক্রিকেটাররা।

ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে ড্রাফট নাম লিখিয়েছেন সিদ্ধার্থ কাউল। কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস (এখনকার দিল্লি ক্যাপিটালস), সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলা এই পেসার মাসখানেক আগেই অবসর নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *