বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি করার হারে এখন পর্যন্ত সবার ওপরে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ১১৬ ইনিংসে ব্যাট করে তিনি করেছেন ১০টি সেঞ্চুরি। অর্থাৎ, প্রতি ১১.৬০ ইনিংসে একটি সেঞ্চুরি তুলে নিচ্ছেন শান্ত—যা বাংলাদেশের অন্য কোনো ব্যাটারের চেয়ে ভালো রেকর্ড।
তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছেন—
মুশফিকুর রহিম: প্রতি ১৬.৬৬ ইনিংসে সেঞ্চুরি
তামিম ইকবাল: ১৮.৫৮
মুমিনুল হক: ১৯.৬৬
লিটন দাস: ২০.৮৮
ইমরুল কায়েস: ২৩.০০
মাহমুদউল্লাহ: ২৮.৮৮
সাকিব আল হাসান: ৩১.০০
মেহেদী হাসান মিরাজ: ৩৬.৬৬
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে শান্তর এই রেকর্ড নজরকাড়া। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে তিনি হতে পারেন দেশের অন্যতম সফল ব্যাটার।
এগিয়ে চলা শান্ত কোথায় গিয়ে থামবেন, সেটিই এখন দেখার অপেক্ষা।
বিদ্রঃ নুন্যতম ৫ টি সেঞ্চুরি যাদের আছে তাদের নেয়া হয়েছে !!