সর্বশেষ

আইপিএলকে টেক্কা দিতে বিপিএলে যুক্ত হলেন আইপিএলের পরিচালকরা, বিসিবির সেরা উদ্যোগ

বিপিএলের কাঠামো ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন চেয়ারম্যান মাহাবুবুল আনাম।

তিনি বলেন, “বিপিএলের পুরো কাঠামো ঠিক করতে হবে। ফ্র্যাঞ্চাইজি নীতিমালা থেকে শুরু করে টুর্নামেন্ট কীভাবে বাণিজ্যিকভাবে সফল হবে, সে অনুযায়ী পরিকল্পনা নিতে হবে।”

আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠানগুলোর মডেল অনুসরণ করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন—

“আইপিএল পরিচালনায় যুক্ত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর পরামর্শ নিয়ে বিপিএলকে সফল টুর্নামেন্টে রূপান্তর করতে হবে।”

আইপিএল আয়োজনের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইএমজি এবার বিপিএলের আয়োজনে যুক্ত হতে পারে—এ নিয়ে আলোচনা চলছে।

তবে বিসিবির ভেতরে এ নিয়ে একমত নয় সবাই।

একাংশের মতে, বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করাটা সবসময় সহজ হয় না। অতীতে টিভি স্বত্ব নিয়ে নিম্বাসের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তাই আইএমজির দায়িত্ব নেওয়াটা ঝুঁকিপূর্ণ মনে করছেন কেউ কেউ।

তাদের মতে, দেশীয় ইভেন্ট কোম্পানিকে দায়িত্ব দিলে আর্থিক স্বচ্ছতা ও চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা বেশি থাকে।

অন্যদিকে, কেউ কেউ মনে করছেন—যদি কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বড় কোনো প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজির মালিক হতে আগ্রহী হয়, তাহলে সেটাকে ইতিবাচকভাবেই দেখা যেতে পারে।

যদি এমন সিদ্ধান্ত হয়, তবে কেমন হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *