চার ছক্কায় শুরুটা ভালো করেও এনামুল হক বিজয় আউট হলেন ১৯ বলে ১৯ রান করে।
হয়তো টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসটা খেলে ফেললেন বিজয়। এরপর আর কখনো টেস্ট দলে সুযোগ পাবেন কিনা তা বলা মুশ’কিল! তবে এবার টেস্ট দলে ফিরে যে পারফর্ম করেছেন বিজয়, তাতে ভবিষ্যতে আবারো সুযোগ পাওয়া প্রায় অস’ম্ভব
অথচ শেষ সুযোগ টা কাজে লাগাতে যেমন শুরু দরকার ছিল, তার থেকেও ভালো সুযোগ পেয়েছিলেন বিজয়। চার হাঁ’কিয়ে রানের খাতা খুলেন। অসাধারণ একটি ছক্কাও হাঁ’কিয়েছেন। এরপরও ইনিংসটা বড় করতে পারলেন না।
আর চা বিরতির দুই বল আগে যে শট খেলে বিজয় আউট হলেন তা টেস্ট ক্রিকেটে রীতিমতো ক্রা’ইম । যাইহোক বিজয়ের ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা রইলো। অন্তত আর টেস্ট ক্রিকেটে খেলা হচ্ছে না ।