ইনস্টাগ্রামে রেবেকা অত্যন্ত পরিচিত মুখ। জনপ্রিয়ও। তাঁর অনুরাগীর সংখ্যাও অগুণতি। সামনে থেকে দেখতে, তাঁকে এক বার ছুঁয়ে দেখতে মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছেন এই তরুণী। সামনে থেকে তিনি ধরা দেন না। কিন্তু তাঁর ব্যবহৃত জিনিস অনুরাগীদের মধ্যে অর্থের বিনিময়ে পৌঁছে দেন তিনি। এই তালিকায় পায়ের নখ ছাড়াও রয়েছে গোসলের পানি, ব্যবহৃত ইয়ারবাড এমনকি চিবানো খাবার, থুতুও।
