Breaking News

বিসিবির দায়িত্ব নেওয়ার প্রস্তাবে মুখের ওপর সরাসরি না বলে দিলেন মাহমুদুল্লাহ

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ে আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী শনিবার থেকে ম্যাচ রেফারিদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করেছে বিসিবি।

এই প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে। তবে এ আমন্ত্রণে তিনি সাড়া দেননি।

জানা গেছে, এ প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে বিসিবি জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকে আমন্ত্রণ জানিয়েছিল। এদের মধ্যে আছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, মাহমুদউল্লাহ রিয়াদ আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম, ইলিয়াস সানিরা।

বিসিবি সূত্রে জানা গেছে, বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে সভায় যোগ দেওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে মাহমুদউল্লাহ তাঁদের বলেছেন, আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ ধরে রাখতে চাইছেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকেই অবসর নেন মাহমুদউল্লাহ। দেশের হয়ে সব মিলিয়ে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি–টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। টেস্ট ও ওয়ানডেতে ভারপ্রাপ্ত আর টি–টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *