বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নতুন করে আলোচনায়! আন্তর্জাতিক ব্র্যান্ড ভ্যালু বাড়াতে এবার বড়সড় পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির লক্ষ্য, বিপিএলকে বিশ্বজুড়ে আরও জনপ্রিয় করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বিপিএলের গ্রহণযোগ্যতা বাড়ানো।
এই উদ্যোগের অংশ হিসেবে কিছু আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে কথা বলছে বিসিবি। আলোচনায় রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের মালিকানাধীন জনপ্রিয় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (KKR)।
যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে ভবিষ্যতের বিপিএলে KKR-কে দেখা যেতে পারে একটি ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে, যা বিপিএলের মর্যাদা ও আকর্ষণ দুই-ই বাড়াবে বলে আশা করা হচ্ছে।