আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা : ( ২৩ জুলাই ২০২৫ পর্যন্ত )
১. মাহমুদউল্লাহ : ৭৭ ছক্কা (২০৮২ বল)
২. লিটন দাস : ৭১ ছক্কা (১৮২৬ বল)
৩. সৌম্য সরকার : ৫৫ ছক্কা (১১৯৭ বল)
৪. সাকিব আল হাসান : ৫৩ ছক্কা (২১০৫ বল)
৫. তামিম ইকবাল : ৪৪ ছক্কা (১৪৪৮ বল)
৬. আফিফ হোসেন : ৩৮ ছক্কা (৯৩৮ বল)
৭. জাকের আলী অনিক : ৩৭ ছক্কা (৪৫০ বল)
৮. তাওহীদ হৃদয় : ৩৭ ছক্কা (৭১৯ বল)
৯. মুশফিকুর রহিম : ৩৭ ছক্কা (১৩০৪ বল)
১০. তানজীদ তামিম : ৩২ ছক্কা (৫০৬ বল)
জাকের আর তামিমের টা জাস্ট দুর্দান্ত। এই তালিকায় কিছুদিন পরই ইমন ঢুকবেন সব ঠিক থাকলে, যে ইমন। মাত্র ২৬৯ বল খেলে ২৫ ছক্কা হাঁকিয়েছেন।