সালাউদ্দিনকে ডেকেছেন বিসিবি সভাপতি আমিনুল! আসতে পারে বড় কিছু পরিবর্তন।
জাতীয় দলের উন্নয়নে বড় পরিকল্পনায় এগোচ্ছেন বিসিবি সভাপতি। রজত জয়ন্তী, আইসিসি ও এসিসির ব্যস্ততা শেষে এবার কোচিং প্যানেল নিয়ে কাজ শুরু।
আগামী সোমবার সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে বৈঠক বিসিবি সভাপতির। এবং খেলোয়াড়দের পরামর্শে আসতে পারে বড় কিছু পরিবর্তন!
◼️ লিটন-মিরাজরা অনুশীলনে প্রযুক্তি ও সুযোগ-সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
◼️ ভালো উইকেট, আধুনিক সুবিধা ও কোচিং স্টাফ বাড়ানো সব বিষয়েই আলোচনা হচ্ছে।
▪️এরপর একে একে জাতীয় দলের সব কোচদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা বিসিবি সভাপতির।