আমাদের প্রায় সবারই এমন শৈশবকাল ছিল, যখন আমরা আমাদের বাবা-মায়ের সাথে কোন সিনেমা দেখতাম তখন সেখানে যদি কোন বোল্ড দৃশ্য দেখাতো তো তখন বাবা-মা আমাদের কোন না কোন বাহানা দিয়ে বাইরে পাঠাতো।
তারপর আমরা যখন বড় হয়ে উঠলাম, তখন আমরা নিজেরাই এমন দৃশ্যের সময় বাথরুমে যাওয়ার নাম করে উঠে যেতাম । কিন্তু থিয়েটারে এমন সুবিধা পাওয়া যায় না, তাই বাবা-মা হঠাৎ আমাদের সাথে এমন একটি দৃশ্যের সময় কথা বলতে শুরু করেন । এরপর, যখন আমরা বড় হলাম এবং জীবনে গার্লফ্রেন্ড এলো।
গার্লফ্রেন্ডের সাথেও সমস্যার শেষ নেই। আমরা যে সিনেমাটি পছন্দ করি তা তাদের হয় ‘অশ্লীল’ নাহলে ‘জঘন্য’ লাগে। এই জন্য, বাবা-মায়ের সাথে ‘সিক্রেট সুপারস্টার’ টাইপের সিনেমাগুলি দেখতে হয় এবং গার্লফ্রেন্ডের সাথে ‘হাফ গার্লফ্রেন্ড’ এর মতন। কিন্তু এই দুই ধরনের ছাড়াও অনেকগুলি চলচ্চিত্র রয়েছে যা আমরা পছন্দ করি।
যে ১০ টি মুভি ছেলেদের অবশ্যই গোপনে দেখা উচিৎ! আজ, আমরা আপনাকে ঐধরনের ছবির কথা বলতে যাচ্ছি। তারপর দেরীর ব্যাপার কি ? তাহলে আসুন ঐধরনের সিনেমাগুলি সম্পর্কে কথা বলা যাক।