‘সাকিব কে দলে নিবেন কিনা তা পরিস্কার করে বলুন’ – ️ বিসিবি সভাপতি কে খালেদ মাহমুদ সুজন
আমিনুল ইসলাম বুলবুল কে উদ্দেশ্য করে খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ১৭ বছরের কঠি’ন ল’ড়াই, অসংখ্য অবদান, অসংখ্য স্মরণীয় জয়… সব কিছু কি সাত মাসের চেয়ে ছোট হয়ে গেলো? আমরা বারবার শুনি – “সবার আগে দেশ”।
ঠিক আছে, তাহলে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রোডাক্ট সাকিব আল হাসান কে কেন দলে নিচ্ছেন না?
সাকিবের আছে বিশাল এক ফ্যানবেস, যাদের হৃদয়ে সে রাজ করে। আপনি চাইলে না রাখেন, কিন্তু অন্তত দ্বি’ধা-দ্ব’ন্দ্বে রাখবেন না। পরিস্কার করে বলেন – সাকিব দলে থাকবে কিনা?
আপনার মতামত জানান কমেন্টে ⤵️