৪ নম্বর পজিশন নিয়ে আলাদা করে ভেবেছে টিম ম্যানেজমেন্ট?
-এই ৪ নাম্বার পজিশনে খেলার জন্য ৩ জনকে নিয়ে বিবেচনা করেন টিম ম্যানেজমেন্ট তারা হলো
সাব্বির রহমান
ইয়াসির আলী
সাইফ হাসান
-এখন চিন্তার বিষয় হলো এই পজিশনে কে ভালো পারফরমেন্স করতে পারবে?
-যদি আমরা চিন্তা করে দেখি গত বিপিএলর পর থেকে কার কতটাই পারফরমেন্স করতে পেরেছে তাহলে দেখি…. ইয়াসির আলী – সাইফ হাসান তাদের থেকেও সাব্বির রহমান এগিয়ে আছে?
– ২০২৫ সালে ৩,৪,৫ ব্যাটিং পজিশনে পারফরম্যান্স দেখেন!!
সাব্বির রহমান সাইফ হাসান
ইনিংস – ৯ ইনিংস – ১৩
রার -১৮৯ রান – ৩২৮
গড় – ৩১.৫ গড় -২৭.৩
স্ট্রাইক রেট -১৬০.২ স্ট্রাইক রেট-১২৩.৮
ছক্কা – ১৮ ছক্কা – ১৯
ডট বল – ৩৬.৪ % ডট বল – ৪৫.৫ %
ইয়াসির আলী
ইনিংস – ১১
রান – ২৪৮
গড় – ২২.৫
স্ট্রাইক রেট – ১৩৭.৮
ছক্কা – ১৬
ডট বল – ৩৯.৪%