সর্বশেষ

খোলামেলা ব্লাউজে বাঁধাকপি রেঁধে ভাইরাল যুবতী

  • বাঙালির হেঁসেলে নিরামিষ রান্নার মেনুতে আলুপোস্ত একটি অত্যন্ত সাধারণ অথচ লোভনীয় পদ। আর সেই সাধারণ রান্না রেঁধেই রীতিমতো সোশ্যাল মিডিয়ার লাইমলাইট কেড়ে নিয়েছেন এক বঙ্গকন্যা। নাম তার রিম্পি। ইউটিউবে (YouTube) নিজের একটি চ্যানেলও খুলে ফেলেছেন তিনি। চ্যানেল খোলার পর এ পর্যন্ত সর্বসাকুল্যে ৭টি রান্নার (Cooking Video) ভিডিও আপলোড করেছেন তিনি। আর এরই মধ্যে তার ভিউয়ার্সের সংখ্যাটা ৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে!

    ভাবছেন রিম্পি খুব ভালো রান্না করেন বলেই তার রান্নার ভিডিও দেখার জন্য হামলে পড়ছেন দর্শক? তাহলে কিন্তু একেবারেই ভুল ভাবছেন আপনি। কারণ রাঁধুনির থেকে রান্না শেখার জন্য নয়, ইউটিউবের সুপার হট রাঁধুনিকে দেখার প্রতিই বেশি আগ্রহ রয়েছে দর্শকের! রিম্পির রান্নার কৌশলের প্রতি দর্শকের যত না আগ্রহ রয়েছে, তার থেকেও বেশি আগ্রহ তাদের রয়েছে রাঁধুনির ডিপ কাটের ব্লাউজের উপর! যার ফাঁক গলে তার শরীরের গোপন ভাঁজ স্পষ্ট ধরা পড়ে।

    আলুপোস্ত, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, ডিম কষা, ডিমের কারি, টমেটোর চাটনি আর মিষ্টি কুমড়োর ভর্তা, বাঙালি ঘরের প্রচলিত এই ৭টি রান্নার ভিডিও আপলোড করেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছেন ওই যুবতী। রান্না শেখানোর জন্য ইউটিউবে Unique Village Food নামের চ্যানেল খুলে ফেলেছেন তিনি। চ্যানেলের নামে গ্রামের ছোঁয়া থাকলেও রাধুনী কিন্তু সম্পূর্ণভাবে আধুনিকা! তা তার পোশাক থেকেই স্পষ্ট। খোলা আকাশে মাটির উপরে গ্যাস সিলিন্ডার বসিয়ে রান্নার সমস্ত উপকরণ নিয়ে রান্না করেন এই সুন্দরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *