Breaking News

সুহানার খোলামেলা এই ছবি দেখে কি বললেন শাহরুখ খান!

সুহানা খান (Suhana Khan) ইদানিং প্রায়ই খবরের শিরোনাম দখল করছেন। কিছুদিন আগে সুহানার একটি ভিডিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। সেখানে তিনি নজর কেড়েছিলেন নো মেকআপ লুকে।

সাধারণ টপ ও ট্রাউজার ছিল তাঁর পরনে। কাঁধ থেকে জ্যাকেট একটু সরে গিয়েছিল। পাপারাৎজিদের দেখে দ্রুত নিজের জ্যাকেট ঠিক করতে থাকেন। এই দৃশ্য ভাইরাল হতেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সুহানাকে।

প্রায় সকলেই বলেছেন, শাহরুখ (Shahrukh Khan)-এর কন্যা যথেষ্ট ভদ্র। তুলনায় উঠে এসেছিল ইদানিং খোলামেলা পোশাক পরে ভাইরাল হওয়া কাজল (Kajol) ও অজয় দেবগণ (Ajay Devgan)-এর মেয়ে নায়শা (Nysha)-র কথাও। তবে সম্প্রতি শাহরুখ চমকে দিলেন সকলকে। অবশ্যই সুহানার ছবিতে কমেন্ট করে।

দুবাইয়ে একটি ইভেন্টে গিয়েছিলেন সুহানা। সাথে ছিলেন তাঁর মা গৌরী খান (Gauri Khan) এবং বান্ধবী শানায়া কাপুর (Shanaya Kapoor)। ওই ইভেন্ট থেকে নিজের কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সুহানা।

এর মধ্যে একটি ছবিতে তাঁর পরনে রয়েছে কালো রঙের হল্টারনেক গাউন। অপর একটি ছবিতে সুহানার পরনে রয়েছে হালকা গোলাপি রঙের বডিকন ড্রেস। ড্রেসটির স্লিভ স্প্যাগেটি। মেটালিক রঙের স্লিভের প‍্যাটার্ন ফ্লোরাল। নেকলাইন সামান্য ডিপ হওয়ার কারণে সুহানার ক্লিভেজ কিছুটা উন্মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *