এই ১০টি সিনেমায় আলেক্সান্দ্রা সত্যি সত্যি ন**গ্ন হয়ে সম্পূর্ণ শরীর দেখিয়েছেন ভিডিও সহ

এই ১০টি সিনেমায় আলেক্সান্দ্রা সত্যি সত্যি ন**গ্ন হয়ে সম্পূর্ণ শরীর দেখিয়েছেন ভিডিও সহ

মডেল থেকে অভিনেত্রী হয়ে ওঠা আলেকজান্দ্রা ড্যাডারিও সবসময়ই একজন অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেন ABC-র সোপ অপেরা ‘All My Children’ দিয়ে। যদিও এই চরিত্রটি তাঁকে প্রাপ্য “বড় সুযোগ”টি দেয়নি, তবে এটি তাঁর পথচলার সূচনা করেছিল। এর কয়েক বছর পর, তিনি ‘Percy Jackson & the Olympians: The Lightning Thief’ ছবিতে আনাবেথ চেজ চরিত্রে অভিনয় করে প্রশংসা ও স্বীকৃতি লাভ করেন। এর পর থেকেই তাঁর হলিউড ক্যারিয়ারে ওঠানামা শুরু হয়; তিনি ‘Texas Chainsaw 3D’, ‘San Andreas,’ ‘Baywatch’ এবং ‘Hall Pass’ এর মতো সিনেমায় অভিনয় করেন। তবে মূলধারার জনপ্রিয়তার মাঝে কোথাও গিয়ে তাঁকে নিজের অবস্থান তৈরি করতে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হয়েছিল। সে সময়ে তাঁর অভিনীত অনেক চরিত্রই তেমন গুরুত্বপূর্ণ ছিল না এবং অনেকটাই অতিরিক্ত যৌনভাবে উপস্থাপিত ছিল। তা সত্ত্বেও, চলুন দেখে নেওয়া যাক আলেকজান্দ্রা ড্যাডারিওর সবচেয়ে উত্তাপময় সিনেমা/টিভি শো দৃশ্যগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *