Breaking News

সন্তানকে স্তন্যপান করাতে করাতে র‍্যাম্প ওয়াক, ভিডিও শেয়ার করলেন শুভশ্রী

সন্তানকে স্তন্যপান করাতে করাতে র‍্যাম্প ওয়াক, ভিডিও শেয়ার করলেন শুভশ্রী

সন্তানের জন্মের পর মায়ের ওজন অনেকটাই বেড়ে যায়! এই নিয়ে অনেকসময়েই কটাক্ষের মুখে পড়তে হয় তারকাদের। প্রেগন্যান্ট থাকাকালীন মোটা হয়ে যাওয়ার জন্য ঠাট্টা-তামাশার মুখে পড়রে হয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে করিনা কাপুরকে।

মা হওয়ার পর ওজন বেড়ে যায়, গ্ল্যামারেও ভাটা পড়ে! সেই নিয়ে সেলেব্রিটিদের অনেক সমালোচনার মুখেও পড়তে হয়! কিন্তু মাতৃত্বের জৌলুশই আলাদা! এ-সমস্ত মেকি ব্যাপার মাতৃত্বের সৌন্দর্যের কাড়ে ফিকে পড়ে যায়। তাই এবার অভিনবভাবে বোঝালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সন্তানের জন্মের পর শুভশ্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায় সন্তানকে স্তন্যপান করাতে করাতেই র‍্যাম্পে হাঁটছেন এক মডেল। এ’যেন নারীর এক নতুন রপ, নতুন অলঙ্কারম নতুন অহঙ্কার… হাজারো সাজসয্যা, হাজারো মেক-আপ, ফিগার নিয়ে মাতামাতি… মাতৃত্বের সৌন্দর্যের কাছে সবই তুচ্ছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *