প্রেমে মত্ত স্ত্রী এবং সহকর্মী, হাতেনাতে ধরে ফেললেন স্বামী! তিন কনস্টেবলের ‘যুদ্ধে’ হুলস্থুল, ভাইরাল ভিডিয়ো
–
সন্দেহ অনেক দিন ধরেই ছিল। সেই সন্দেহই সত্যি বলে পরিণত হল। পুলিশ কনস্টেবল স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরলেন যুবক। ঘটনাচক্রে ওই যুবক, তাঁর স্ত্রী এবং স্ত্রীর প্রেমিক— তিন জনেই পেশায় পুলিশ কনস্টেবল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশিনগরে।
বাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার ভোরে কাজ থেকে বাড়ি ফিরে মিথিলেশ যাদব নামে এক পুলিশ কনস্টেবল দেখেন, স্ত্রী সিম্পি যাদবের সঙ্গে প্রেমে মত্ত বিশ্বনাথ রাই নামে অন্য এক পুলিশ কনস্টেবল। মিথিলেশের স্ত্রীও পুলিশ কনস্টেবল। সঙ্গে সঙ্গে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। বেগতিক বুঝে প্রেমিককে একটি ঘরে বন্ধ করে দেন মিথিলেশের স্ত্রী। বার বার অনুরোধ করার পরেও তিনি তালা খুলতে অস্বীকার করেন। এর পরেই রেগে গিয়ে তালা ভাঙার চেষ্টা করেন মিথিলেশ। স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লোহার চাটু দিয়ে একটি তালা ভাঙার চেষ্টা করছেন এক যুবক। দরজার বাইরে পুলিশের উর্দিতে দাঁড়িয়ে এক তরুণী। তাঁকে তালা খুলে দেওয়ার জন্য বলছেন যুবক। কিন্তু তরুণী তা না করায় ওই যুবক চিৎকার করছেন রেগে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়ো অনুযায়ী, যে যুবক তালা ভাঙার চেষ্টা করছেন তিনিই মিথিলেশ এবং ওই তরুণী তাঁর স্ত্রী। তালা খুলে স্ত্রীর প্রেমিককে বাইরে বার করার চেষ্টা করছিলেন মিথিলেশ।