Breaking News

রশ্মিকা মান্দানার গো;প‘ন ভি‘ডিও ফাঁস, নেটপাড়ায় হৈ চৈ (ভিডিও সহ)

এক ফিল্মি পুরস্কার সন্ধ্যায় অংশ নিতে দুবাইয়ে উড়ে যাচ্ছেন রশ্মিকা। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল রশ্মিকার বাম হাতের অনামিকায় পরা একটি হিরের আংটি! এই আংটি কিন্তু কয়েকদিন আগেও পরতেন না রশ্মিকা।

রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম গুঞ্জন বহুদিনের। তবে ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেম নিয়ে নানা কথা রটলেও, দুজনের কিন্তু মুখে কুলুপ। কিন্তু কথায় আছে না, যা রটে তার কিছুটা বটে। রশ্মিকা-বিজয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা, যা রটল, তার অনেকটাই ঘটল। আর এবার রশ্মিকার হাত ধরেই ধরা পড়ল বাগদানের খবর।

 

 

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়া রশ্মিকার একটি ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে মুম্বই বিমান বন্দরে ঢুকছেন তিনি। এক ফিল্মি পুরস্কার সন্ধ্যায় অংশ নিতে দুবাইয়ে উড়ে যাচ্ছেন রশ্মিকা। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল রশ্মিকার বাম হাতের অনামিকায় পরা একটি হিরের আংটি! এই আংটি কিন্তু কয়েকদিন আগেও পরতেন না রশ্মিকা। অভিনেত্রীর অনুরাগীরা মনে করছেন, চুপিচুপি হয়তো বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন রশ্মিকা। অনেকে তো আবার বলছেন, শুধু রশ্মিকা নয়, বিজয়ের হাতের আঙুলেরও ছবি তোলা উচিত। তবে এত কিছু রটলেও, বাগদান বা বিয়ে নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন রশ্মিকা ও বিজয়।

কয়েক মাস আগে এই তারকা জুটির ইনস্টাগ্রামে দেখা গিয়েছিল, সমুদ্র সৈকতের ছবি। একই সৈকতের ধারেই দুজনে আলাদা আলাদা ছবি তুললেন। তবে প্রেম লুকিয়ে রাখার চেষ্টা করলেও,বিজয় ও রশ্মিকার এই ইনস্টাগ্রাম দেখে দুয়ে দিয়ে চার করে ফেলেছেন নেটিজেনরা। অনেকে তো বলেই ফেললেন,এসব তো অনেক হল, বিয়ে কবে? নেটিজেনদের একাংশ তো আরও একধাপ এগিয়ে রশ্মিকা ও বিজয়কে জিজ্ঞাসা করেই ফেললেন, বিয়ের আগেই হানিমুনে নাকি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *