বাংলা টেলিভিশনের অতি পরিচিত নাম দেবচন্দ্রিমা সিংহ রায়। স্টার জলসার ‘সাহেবের চিঠি’র নায়িকাকে প্রতিদিন সালোয়ার কিংবা শাড়িতেই দেখতে অভ্যস্ত দর্শক। লম্বা বিনুনি, চোখে চশমা। তবে আচমকা বিকিনি টপ আর ট্রান্সপারেন্স শার্গ পরে পোজ দিলেন দেবচন্দ্রিমা। ছবি জুড়ে এক অদ্ভূত মাদকতা। নায়িকার শরীরি ভাঁজ দিয়ে চুঁইয়ে পড়ছে উষ্ণতা। কালো পোশাকের ফাঁকে সুস্পষ্ট তাঁর পেলব তনু। আগে কখন দেবচন্দ্রিমাকে এমন হট অবতারে দেখেননি তাঁর ভক্তরা। নায়িকার এই ভোলবদল দেখে হাঁ সব্বাই।
সপ্তাহান্তে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছেন দেবচন্দ্রিমা। এদিন নিয়ন বিকিনি টপ আর কালো ট্রান্সপারেন্ট শার্গে লেন্সবন্দি হলেন ‘চারু’। নিম্নাঙ্গে কালো শর্টস। অভিনেত্রীর মাখন ত্বক দেখে ঘায়েল তাঁর পুরুষ ভক্তরা। দেবচন্দ্রিমার হটনেস দেখে ‘সাহেব’-এর কী প্রতিক্রিয়া জানা নেই। তবে নন্দিনীর নবাব কিন্তু ঝাঁপিয়ে পড়লেন কমেন্ট করতে।
Bongofact