সর্বশেষ

যে ৫ কারণে বিবাহিত ছেলেদের প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট হয়

নারী-পুরুষ সৃষ্টির এক অপার বিস্ময়। একে-অপরের পরিপূরক নারী ও পুরুষ। পরিচয়, প্রেম বিয়ে, সখ্যতা, বন্ধুত্ব সবকিছুতেই নারী-পুরুষের মধ্যে আলাদা আবেদন কাজ করে। তবে প্রচলিত আছে নারীরা বিবাহিত পুরুষের প্রেমে বেশিই পড়ে! যদিও কথাটির গবেষণাগত কোনো ভিত্তি নেই।

তবে এ বিষয় নিয়ে নানান জনের নানান মন্তব্য থাকলেও এবার সমীক্ষায় আসল সত্যতা যাচাই হয়েছে। সম্প্রতি ভারতে এক সমীক্ষায় দেখা গেছে মেয়েদের মধ্যে বিবাহিত পুরুষদের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা রয়েছে।

গবেষকরা অবশ্য এ ব্যাপারে গবেষণা করে কিছুটা কারণ জানাতে পেরেছেন। কয়েকটি কারণ উদঘাটন করে তারা জানিয়েছেন, ঠিক কী কী কারণে মেয়েরা বিবাহিত ছেলেদের প্রেমে পড়ে?

* বিবাহিত একজন পুরুষ সাধারণত অবিবাহিতদের চেয়ে দয়ালু এবং ম্যাচিওর্ড হয়। আর গুণের কারণে বিবাহিত পুরুষদের চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। শুধু নারীরাই নন, পাখি এবং মাছেরাও নাকি এই পদ্ধতিতেই অপর লিঙ্গের প্রতি আকর্ষিত হয়।

* একজন বিবাহিত পুরুষ একজন অবিবাহিত পুরুষের থেকে ইমোশনের দিক থেকে অনেকটাই এগিয়ে। একবার বিয়ে করার ফলে তারা মেয়েদের বেসিক সাইকোলজি খুবই ভালো বুঝতে পারেন। ফলে ইমোশনাল সমস্যাগুলো খুব বেশি থাকে না। তাই মেয়েদের আকর্ষণটা বেশি থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *