Breaking News

বিয়ের আগে এই ৪ তারকা আমাকে খেয়ে শেষ করে দিয়েছে! প্রীতি জিনতার

বলিউড দুনিয়ার পুরনো সিনেমা থেকে শুরু করে নতুন সিনেমা সবকিছুই নেটিজেনদের নখদর্পণে থাকে। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ধরনের তারকা কাজ করে লাইমলাইটে আসেন। কেউ কেউ অনেক সিনেমা করেও দর্শকদের প্রিয় হতে পারেন না, তো আবার কেউ কেউ হাতেগোনা কয়েকটি সিনেমাতে অভিনয় করে দর্শকদের মনের মনিকোঠায় সর্বদা রয়ে যায়। এই বলিউড জগতের এক অন্যতম পরিচিত অভিনেত্রী হলেন প্রীতি জিন্তা। তিনি তার ক্যারিয়ারে বিভিন্ন স্বাদের সিনেমা করেছেন যা পছন্দ হয়েছে প্রায় সকলের।

প্রীতি জিনতা

বলিউড তারকার পাশাপাশি প্রীতি জিন্তার আরেক পরিচয় হলো তিনি জনপ্রিয় আইপিএল ক্রিকেট টিম পাঞ্জাব সুপার কিংসের মালকিন। একদিকে বলিউডের লাইট ক্যামেরা অ্যাকশন এবং অন্যদিকে ব্যাটে বলের লড়াইয়ের মাঝে তিনি প্রায় সর্বদাই লাইম লাইটে থাকেন।

সম্প্রতি এই অভিনেত্রীর পুরনো ব্যক্তিগত জীবন সম্বন্ধে এমন কিছু তথ্য উঠে এসেছে যা শুনে অবাক হবেন আপনিও। আপনাদের জানিয়ে রাখি, অভিনেত্রী ২০১৫ সালে জিন গুডেনাফকে বিয়ে করেন। তবে বিয়ের আগে একাধিক তারকার সাথে সম্পর্ক ছিল তাঁর। কারা সেই তারকা জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

 

১) ব্রেট লি :

ক্রিকেট দুনিয়াতে ব্রেট লিকে চেনেন না এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম। অস্ট্রেলিয়ান এই বোলারের সাথে প্রীতি জিন্তা সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে জানা যায়। পাঞ্জাব সুপার কিংসে খেলার সময় তারা একে অপরের সাথে ডেট করতেন বলেও অনেকে বলে। তবে দুজনেই নিজেদের এই প্রেমের সম্পর্কের কথা মিডিয়ার সামনে অস্বীকার করেছেন।

২) যুবরাজ সিং :

ভারতীয় ক্রিকেটের হ্যান্ডসাম হাঙ্ক যুবরাজ সিং একটা সময় অভিনেত্রীর দল পাঞ্জাব সুপার কিংসে খেলতেন। তখন তারা একে অপরের সাথে অনেক সময় কাটাতে এবং গুজব উঠেছিল তারা প্রেম করছেন। তবে দুজনেই তাদের এই সম্পর্কের কথা অস্বীকার করেছেন।

৩) নেস ওয়াদিয়া :

নেস ওয়াদিয়া এবং প্রীতি জিনতার সম্পর্কের কথা বহুত চর্চিত ইন্টারনেট দুনিয়াতে। দুজনেই পাঞ্জাব আইপিএল দলের সহ মালিক ছিলেন। কথিত আছে তারা একে অপরের সাথে ডেট করছিলেন। কিন্তু ২০০৯ সালে কোনো এক সমস্যার কারণে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায়।

৪) শেখর কাপুর :

অনেকেই মনে করেন যে বিখ্যাত চিত্র পরিচালক শেখর কাপুরের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন প্রীতি জিন্তা। এমনকি শেখর কাপুরের স্ত্রী তাদের সংসার ভাঙ্গার অভিযোগ এনেছিলেন। তবে এমন সম্পর্কের খবরকে গুজব বলে আখ্যা দিয়েছিলেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *