আমি কখনোই সারা-ইব্রাহিমের মা হতে পারব না : কারিনা

আমি কখনোই সারা-ইব্রাহিমের মা হতে পারব না : কারিনা

বলিউড অভিনেতা সাইফ আলী খান। সম্প্রতি প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খানকে নিয়ে করন জোহরের ‘কফি উইথ করন’ টক শোয়ে হাজির হয়েছিলেন এ অভিনেতা।

এ সময় সৎমা কারিনাকে নিয়ে অনেক কথা বলেছেন সারা। কারিনাকে ছোট মা ডাকা নিয়ে প্রশ্ন করলে সারা বলেন, ‘আমার ধারণা, আমি ছোট মা বলে ডাকলে কারিনা একদম ভেঙে পড়বে।’

সারার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে কারিনা কাপুর ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সাইফকে সবসময়ই বলে আসছি, আমি সারা ও ইব্রাহিমের ভালো বন্ধু হতে পারি কিন্তু কখনোই মা হতে পারব না কারণ ইতোমধ্যে তাদের একজন অসাধারণ মা রয়েছে, যিনি তাদের খুব যত্ন করে বড় করেছেন। তাদের বন্ধু হতে পারি। আমি তাদের খুবই ভালোবাসি। জীবনে যখনই আমাকে এবং আমার পরামর্শ তাদের প্রয়োজন হবে আমি থাকব।’

১৯৯১ সালে অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলী খান। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান সারা ও ইব্রাহিম আলী খান। কিন্তু ২০০৪ সালে বিচ্ছেদ হয় সাইফ-অমৃতার। এরপর ২০১২ সালে সারার বয়স যখন ১৭ ও ইব্রাহিমের ১১ বছর তখন কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। ২০১৬ সালে ২০ ডিসেম্বর জন্ম নেয় সাইফ-কারিনা দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান।

এদিকে কয়েকদিন পর মুক্তি পাবে সারা আলী খানের প্রথম সিনেমা কেদারনাথ। এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমি মোটামুটি নিশ্চিত সিনেমাটি হিট হবে। তবে সেদিক থেকে যদি বিবেচনা করা না হয়, আমি মনে করি, সারা একজন জাত তারকা।’

কারিনা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বীরে ডি ওয়েডিং। খুব শিগগির করন জোহরের তখত সিনেমার শুটিং শুরু করবেন তিনি। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করছেন-অনিল কাপুর, কারিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট, জানভি কাপুর, ভূমি পেডনেকার, ভিকি কৌশল প্রমুখ। শোনা যাচ্ছে, সিনেমাটির অতিথি চরিত্রে দেখা যাবে কাজলকে। পাশাপাশি অক্ষয় কুমারের সঙ্গে গুড নিউজ সিনেমাতেও দেখা যাবে এ অভিনেত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *