একই সময়ে অ’ন্তঃস’ত্ত্বা একই হাসপাতালের ১৪ নার্স!

এক অদ্ভুত ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের HSHS St. Vincent Hospital-এ। হাসপাতালের ১৪ জন মেটারনিটি নার্স একই সময়ে গর্ভবতী হয়েছেন।
এই খবর অফিসিয়ালি জানানো হয় মে ২০২৫-এ, যা মাদার্স ডে ও ন্যাশনাল নার্সেস উইক-এর সঙ্গে মিলে গেছে। সাধারণত নবজাতককে স্বাস্থ্যসেবা দিতে থাকা এই নার্সরা এবার নিজেরাই মা হওয়ার অপেক্ষায় রয়েছেন। এদের মধ্যে অনেকেই প্রথমবার মা হচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ এই বিরল মুহূর্ত উদযাপন করেছে এবং নার্সদের প্রতি সমর্থন দিচ্ছে। এছাড়া মাতৃত্বকালীন ছুটির সময় রোগীদের সেবা ও নার্সদের সুস্থতা নিশ্চিত করতে কাজের সময়সূচি সমন্বয় করা হয়েছে।

একক ইউনিটের ১৪ নার্সের একই সময়ে গর্ভবতী হওয়া খুবই বিরল। এই খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং মাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *