ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে এ তথ্য জানান তিনি।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, যাচাই–বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সহ অন্যান্য প্রক্রিয়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে বলে জানিয়েছে ইসি। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও কমিশন জানায়।
ইসি সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা থাকবে। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মোবাইল টিমও কাজ করবে।
আসছে….
Bongofact