Breaking News

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচেও মুস্তাফিজকে চান অক্সর

নিজস্ব প্রতিবেদক: চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচটি ছিল মুস্তাফিজুর রহমানের প্রথম মাঠে নামা। যদিও ম্যাচে জয় পায়নি দিল্লি ক্যাপিটালস, তবুও বাংলাদেশের পেসারের পারফরম্যান্সে সন্তুষ্ট দলের নেতৃত্ব। আর সেই সন্তুষ্টিই হয়তো তাকে জায়গা করে দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও।

ম্যাচের শুরুতেই শুভমান গিল ও সাই সুদর্শনের বিধ্বংসী ব্যাটিংয়ের মুখে চাপে পড়ে দিল্লি। কিন্তু সেই চাপের মাঝেই মুস্তাফিজ ছিলেন স্বচ্ছ ও ধারাবাহিক। ইনিংসের চতুর্থ ওভারে নিজের প্রথম স্পেলে মাত্র ৬ রান খরচ করেন। দ্বিতীয় স্পেলেও খরচ করেন মাত্র ৭ রান। পুরো ম্যাচে ৩ ওভারে মাত্র ২৪ রান দিয়ে দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দেন এই বাঁহাতি পেসার।

ম্যাচ শেষে দিল্লির অধিনায়ক অক্সর প্যাটেল বলেন,

“আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা ম্যাচটা জিততে পারিনি। তবে মুস্তাফিজ যেভাবে ব্যাটারদের চাপে রেখেছে, সেটা সত্যিই প্রশংসনীয়। সে যদি এমন পারফরম্যান্স চালিয়ে যায়, তাহলে আমরা পরবর্তী ম্যাচেও তার বল হাতে পারফরম্যান্স দেখতে পাব।”

অক্সরের এই মন্তব্য শুধু প্রশংসা নয়, বরং পরোক্ষভাবে মুস্তাফিজের একাদশে থাকা নিশ্চিত করছে বলেই মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। বিশেষ করে দিল্লির বাকি বোলাররা যেখানে নিজেদের সেরা ছন্দে ছিলেন না, সেখানে মুস্তাফিজ ছিলেন কার্যকর এবং পরিণত।

দিল্লির বোলিং ইউনিটের জন্য মুস্তাফিজ যেন এক সুরক্ষার বর্ম। তার নিখুঁত লাইন-লেংথ এবং অভিজ্ঞতা ম্যাচের মোড় ঘোরানোর সামর্থ্য রাখে। সেই সম্ভাবনাই হয়তো কাজে লাগাতে চান অধিনায়ক অক্সর প্যাটেল।

বাংলাদেশের এই পেসার আইপিএলের প্রতিটি আসরেই কখনো না কখনো নিজের ঝলক দেখিয়েছেন। এবারও ব্যতিক্রম নয়। তার ধারাবাহিক ভালো পারফরম্যান্স দিল্লির বোলিং লাইনআপে এনে দিতে পারে নতুন গতি ও ভারসাম্য।

এখন অপেক্ষা শুধু পরবর্তী ম্যাচের একাদশ ঘোষণা হওয়ার। তবে দিল্লি ক্যাপিটালসের ভক্তদের মনে ইতোমধ্যেই আশার আলো জ্বলেছে—মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও হয়তো দেখা যাবে ‘দ্য ফিজ’-এর ঝলক।

সচরাচর জিজ্ঞাসা (FAQ):

Q: মুস্তাফিজ দিল্লির হয়ে আইপিএলের কয়টি ম্যাচ খেলেছেন এবার?

A: এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন, গুজরাট টাইটান্সের বিপক্ষে।

Q: দিল্লি-মুম্বাই ম্যাচে মুস্তাফিজ খেলবেন কি?

A: দিল্লি অধিনায়ক অক্সরের কথায় ইঙ্গিত মিলেছে, তিনি দলে থাকতে পারেন।

Q: মুস্তাফিজ কেমন পারফরম্যান্স দিয়েছেন গুজরাটের বিপক্ষে?

A: ৩ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ব্যাটারদের চাপে রাখেন মুস্তাফিজ।

Q: দিল্লির কোন বোলার সবচেয়ে কম রান দেন গুজরাট ম্যাচে?

A: মুস্তাফিজুর রহমানই ছিলেন সবচেয়ে কিপটে বোলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *