সর্বশেষ

“ইট মা’রলে পাটকেল খেতে হয়” ফারুকের গোপন রহস্য ফাঁস করলেন হাথুরুসিংহে

“ইট মা’রলে পাটকেল খেতে হয়” ফারুকের গোপন রহস্য ফাঁস করলেন হাথুরুসিংহেফারুক আহমেদের বিদায়ে মহাখুশি হাথুরুসিংহে জানিয়েছেন, “ইট মা’রলে পাটকেল খেতে হয়”

লিংকড-ইন পোস্টে সাবেক হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে লিখেছে

“আমি সাধারণত চাই আমার কাজই আমার হয়ে কথা বলুক। তবে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও বাংলাদেশ ক্রিকেটে আমার নাম আলোচনায় এসেছে। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বিসিবি সভাপতিকে সরিয়ে দেওয়ার পেছনে যে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি ছিল আমার(হাথুরুর) বরখা’স্তের সিদ্ধান্ত।

যা বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই করেছিল সাবেক প্রেসিডেন্ট ফারুক। আসলে – স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান, মাঠের ভেতর হোক বা বাইরে সবখানেই গুরুত্বপূর্ণ। নয়তো দিনশেষে আপনাকেও ঐ একই ফা’ন্দে পড়তে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *