সর্বশেষ

যে সিদ্ধান্ত পাপনের আমলে আটকে ছিল, সেটাই এখন বাস্তব! রফিক পাচ্ছেন বড় দায়িত্ব

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সেরা স্পিনারদের তালিকায় যাঁর নাম সবার আগে আসে, সেই মোহাম্মদ রফিক এবার নতুন ভূমিকায় ফিরছেন জাতীয় ক্রিকেটে। দীর্ঘদিন উপেক্ষিত থাকার পর অবশেষে মিলছে তাঁর প্রাপ্য স্বীকৃতি।

নাজমুল হাসান পাপনের আমলে একাধিকবার তার নাম আলোচনায় এলেও তা ছিল কেবল আশ্বাসেই সীমাবদ্ধ। ফারুক আহমেদের সময়েও দেখা যায়নি কাঙ্ক্ষিত অগ্রগতি।

✅ কিন্তু নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েই ঘোষণা দেন— “সাবেক ক্রিকেটারদের অভিজ্ঞতা দেশের ক্রিকেটে কাজে লাগাতে হবে।” এই লক্ষ্যেই এবার রফিককে সহকারী স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে।

বোর্ড ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসছে। এতে শুধু রফিকই নয়, লাভবান হবে দেশের ভবিষ্যৎ স্পিনাররাও।

ক্রিকেটপ্রেমীরা বলছেন—

“এটা শুধু রফিক ভাইয়ের স্বপ্ন পূরণ নয়, এটা দেশের ক্রিকেটেরই প্রাপ্য সম্মান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *