পারল না বাংলাদেশ, জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকদের হতাশ করে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে গেল হামজা চৌধুরীর দল। তবে হারলেও সমর্থকদের মন জয় করে নিয়েছে শমিত-ফাহমিদুল-হামজারা। সিঙ্গাপুরের চেয়ে সুযোগও বেশি তৈরি করেছে বাংলাদেশ। কিন্তু উত্তাল গ্যালারির হুঙ্কার সত্ত্বেও সিঙ্গাপুরের বিপক্ষে শেষ পর্যন্ত ১–২ গোলে হেরেছে হাভিয়ের কাবরেরার দল। তবে ম্যাচ হারলেও পেনাল্টি বিতর্ক থেকেই গেছে। বাংলাদেশের সব দর্শকেরা বলছে রেফারির ভুল সিদ্ধান্তের কারণে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে ফিফার স্বীকৃত এক রেফারি তার ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে এই ছবি পোস্ট করে বলেছেন, “যেহেতু চার্জ করার আগে বল আউট লাইনে বাহিরে চলে গিয়েছিল তাই সেইটা ফাউলের মধ্যে পরে না।”
