Breaking News

“আমি কারও সাথে ভয় পেয়ে খেলি না” মাঠে হামজার চি’ৎকা’রে থমকে গেলো সিঙ্গাপুর দল

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচে মাঠে ঘটে গেল উত্তেজনার চূড়ান্ত দৃশ্য। দ্বিতীয়ার্ধে এক ভয়ংকর ফিজিক্যাল ট্যাকলে ক্ষেপে যান বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। সিঙ্গাপুরের ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় তাকে কনুই ও কাঁধের ব্যবহার করে আঘাত করার চেষ্টা করেন। কিন্তু হামজা থেমে থাকেননি—তিনি মাথা দিয়ে জবাব দেন, যেন বলে দেন, “আমি কারও সাথে ভয় পেয়ে খেলি না!”

মাঠে আগুন লাগানো মুহূর্ত!

এই সময় হামজার চোখে-মুখে ছিল ক্ষোভ আর আত্মবিশ্বাসের ছাপ। অনেকেই বলছেন, এ যেন ছিল

“লড়াইয়ের সৈনিকের প্রতিক্রিয়া, ভয় নয়—সম্মানের প্রশ্ন।”

ম্যাচের পর এক সাংবাদিক প্রশ্ন করলে হামজার মন্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু তীব্র:

“সে ভাবে করছিল, যেন আমাকে পিটাবে! আমি কি চুপচাপ মেনে নেব?”

ভিডিওতে ভাইরাল

এই মুহূর্তটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন,

“হামজা খেলোয়াড়ের মতো নয়, যেন বাংলাদেশের পতাকা হাতে যোদ্ধা!”

রেফারির ভূমিকা নিয়েও প্রশ্ন

যদিও সিঙ্গাপুরের খেলোয়াড়কে ওই ঘটনায় কোনো কড়া শাস্তি দেওয়া হয়নি, বরং হামজাকেই সতর্ক করা হয়—তাতে ক্ষুব্ধ সমর্থকরাও।

একজন টুইটে লেখেন:

“সাহসের নাম হামজা! যদি জবাব না দিত, তবে ওরা সেটাকেই নিয়ম বানিয়ে নিত!”

বাংলাদেশের জার্সিতে খেলা মানে কেবল পয়েন্ট অর্জন নয়, সম্মান রক্ষা — আর সেটাই প্রমাণ করলেন হামজা চৌধুরী।

এই রকম স্পিরিটই তো চায় কোটি ভক্তের হৃদয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *