সর্বশেষ

শহিদের পরামর্শেই অনন্যার সঙ্গে ওটা করেন ঈশান

সম্পর্কে জড়িয়ে পড়লে অনেক সময় নিজেকে হারিয়ে ফেলে মানুষ। অস্তিত্বসংকটে ভোগে। সেটা একেবারেই হতে দেওয়া উচিত নয়। কয়েক মাস আগে অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন তরুণ বলিউড অভিনেতা ঈশান খাট্টার।

সেই প্রসঙ্গ আবারও সামনে এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশান প্রেম ইস্যুতে পাওয়া উপদেশ নিয়ে কথা বলেছেন। তার ওই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তবে কি ভাই শাহিদ কাপুরের উপদেশেই অনন্যার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিন্ন করেছেন ঈশান?

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে ঈশান বলেন, ‘প্রেম নিয়ে সেরা উপদেশ দিয়েছিল আমার দাদা। ও বলে, আত্মসম্মান শেষ করে সম্পর্কে ভেসে যাওয়া ঠিক নয়। সবসময় সজাগ থাকতে হবে।’ বড় ভাই শাহিদের কথা ঈশান অক্ষরে অক্ষরে মেনে চলে। দুই ভাইয়ের মধ্যে খুবই ভালো সর্ম্পক। ছবিতেও ধরা পড়ে সেই রসায়ন।

বর্তমানে ব্যস্ত সময় কাটছে ঈশানের। ‘ফোন ভূত’ মুক্তির আগে এখানে-সেখানে প্রচারে যেতে হচ্ছে। তার মধ্যে বক্তব্যও রাখছেন ভক্তদের আবদারে। এক অনুষ্ঠানে ভাইয়ের উপদেশের কথাও বললেন। প্রসঙ্গক্রমে এসে পড়ল অনন্যার সঙ্গে তার সম্পর্কের কথাও। কয়েক মাস আগে করণ জোহরের কফির আড্ডায় বিষয়টা স্পষ্ট করেছিলেন ‘ধড়ক’ অভিনেতা। দীর্ঘ তিন বছর প্রেম করার পর মাস কয়েক আগেই আলাদা হয়েছেন ঈশান-অনন্যা।

তবু সম্পর্ক এখনও মধুর। ঈশান জানিয়েছিলেন, অনন্যার সঙ্গে তার হৃদ্যতা অন্য মাত্রার। প্রেমের সম্পর্কে না থাকলেও তিনি এখনও খুব কাছের। চিরকাল কাছের মানুষই থাকবেন। ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে ভৌতিক কমেডি ‘ফোন ভূত’, যেখানে ঈশানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদীর মতো তারকাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *