সর্বশেষ

ক্রিকেটকে বাঁচাতে মাঠের পঞ্চপাণ্ডবের ৪ পাণ্ডবকে বিসিবির বড় দায়িত্বে আনছেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়ের নাম যদি হয় মাঠের পঞ্চপাণ্ডব, তবে সেই অধ্যায়ের নতুন পর্ব শুরু হতে যাচ্ছে মাঠের বাইরে— বিসিবির বোর্ডরুমে! নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার উদ্যোগ নিচ্ছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজাকে বিসিবির নীতিনির্ধারণী জায়গায় নিয়ে আসার।

সাকিব ব্যতিক্রম, বাকি চারজনকে টার্গেট

এই পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য সাকিব আল হাসান এখনো আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় এবং একইসঙ্গে রাজনৈতিক ও ব্যবসায়িক দায়িত্বে ব্যস্ত। ফলে আপাতত তাকে বাইরে রেখেই বাকি চারজনকে বোর্ডের দায়িত্বে আনার পরিকল্পনা চলছে।

বুলবুলের লক্ষ্য কী?

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুলবুল স্পষ্ট করে দিয়েছেন:

“বাংলাদেশ ক্রিকেটে অভিজ্ঞতা ও মাঠের বাস্তবতা বোঝে এমন মানুষ দরকার। যারা এক যুগ দেশের হয়ে খেলেছে, তারা জানে কীভাবে দল গড়ে তুলতে হয়, পরিচালনা করতে হয়।”

এই কারণেই তিনি দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটারদের মধ্যে থাকা এই চারজনকে বোর্ডের বিভিন্ন কমিটি, পরামর্শক প্যানেল কিংবা প্রশাসনিক দায়িত্বে যুক্ত করতে চাইছেন।

কে কোন ভূমিকায় আসতে পারেন?

মাশরাফি বিন মর্তুজা: ক্রিকেটীয় ও নেতৃত্বগুণে অনন্য, থাকতে পারেন ক্রিকেট স্ট্রাকচার রিভিউ বোর্ডে বা প্লেয়ার রিলেশন কমিটিতে।

তামিম ইকবাল: ক্রিকেট পরিচালনা বিভাগ বা তরুণদের ডেভেলপমেন্ট প্রোগ্রামে।

মুশফিকুর রহিম: উইকেটকিপিং ও টেকনিক্যাল ডেভেলপমেন্ট, হাই-পারফরম্যান্স ইউনিটে দায়িত্ব পেতে পারেন।

মাহমুদউল্লাহ রিয়াদ: সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন নির্বাচক প্যানেলে বা জাতীয় দলের স্ট্র্যাটেজি ইউনিটে।

ক্রিকেটারদের রাজনীতি নয়, ক্রিকেটে ফেরানোর চেষ্টায় বুলবুল

এই পদক্ষেপে বোঝা যাচ্ছে, নতুন সভাপতি মাঠের অভিজ্ঞ ক্রিকেটারদের রাজনীতির বদলে ক্রিকেট প্রশাসনে যুক্ত করতেই আগ্রহী। জনপ্রিয়তা নয়, দক্ষতা ও অভিজ্ঞতাকেই বুলবুল অগ্রাধিকার দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *