ঢাকা, বাংলাদেশ – বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ব্রাজিলের তারকা ফুটবলার রবসন রবিনহোকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার প্রস্তাব দেওয়ার কথা ভাবছে।
এ লক্ষ্যে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল খুব শীঘ্রই সাবেক বসুন্ধরা কিংসের এই ফুটবলারের সঙ্গে একটি বৈঠক করবেন।
বাফুফে রবিনহোকে জাতীয় দলে খেলার পাশাপাশি সব ধরনের সহযোগিতা দিয়ে দ্রুতই ফিফার অনুমোদন নেওয়ার প্রক্রিয়া শুরু করতে আগ্রহী। এখন সম্পূর্ণ সিদ্ধান্ত রবিনহোর পরিবারের ওপর নির্ভর করছে। রবিনহোর পরিবার থেকে সবুজ সংকেত পাওয়া মাত্রই বাফুফে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করবে।