এখনো বাংলাদেশের হয়ে ওডিআই ক্রিকেটটা খেলতে চান সাকিব আল হাসান! — মিরাজ
আজ রিয়াদ আছে মেয়ের সাথে এক সাক্ষাৎকারে এ ব্যাপারে মিরাজ বলেন, ❝ পিএসএলে সাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তিনি এখনো বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান। এটলিস্ট ওডিআই ক্রিকেটটা তিনি এখনো চালিয়ে যেতে চান। ❞
️️ মেহেদী হাসান মিরাজ
আপনার কি মনে হয়, সাকিবকে কি আবারো জাতীয় দলে ফিরিয়ে আনা উচিত।