Breaking News

বেড়িয়ে এলো বুলবুলের আসল রুপ, পাপন ফারুকের পথেই হাটছেন নতুন সভাপতি

শ্রীলঙ্কা সফর শেষে টেস্টের ক্যাপ্টেন্সিও ছেড়ে দিতে পারেন নাজমুল হোসেন শান্ত ! না জানিয়েই ক্যাপ্টেন্সি কে’ড়ে নিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।

মূলত নাজমুল হোসেন শান্তর সঙ্গে এবছর পর্যন্ত ক্যাপ্টেন্সির মেয়াদ ছিল বিসিবির‌। মেয়াদ শেষে শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু বিসিবির অনুরোধে শেষ পর্যন্ত ক্যাপ্টেন্সি করতে রাজি হলেও শান্ত শর্ত দেন, তিন ফরম্যাটে নয় বরং দুই ফরম্যাটে অর্থাৎ ওয়ানডে ও টেস্টে ক্যাপ্টেন্সি করতে রাজি হন। এরপর টিটোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় লিটন দাস কে।

এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। তবে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যা করেছে তা রীতিমতো ক’লংক’জনক। ওয়ানডে ফরম্যাটের ক্যাপ্টেন্সি থেকে নাজমুল হোসেন শান্ত কে অব্যা’হ’তি দিয়েছে। এতে কোনো সমস্যা নাই। আপনি অবশ্যই অধিনায়কত্ব কে’ড়ে নিতে পারেন! কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে।

তবে নাজমুল হোসেন শান্ত কে যেভাবে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে তা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। ওয়ানডের ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়ার এক ঘন্টা আগেও শান্ত কে জানায়নি বিসিবি। এমনকি শান্ত কে বাদ দেওয়ার সিদ্ধান্ত বৃহস্পতিবার দুপুরের আগেই নেওয়া হলেও নাজমুল হোসেন শান্ত জানতে পারেননি টেস্ট ক্যাপ্টেন হিসেবে দুপুর দুইটার প্রেস কনফারেন্সের আগেও। অথচ মেহেদী হাসান মিরাজ কে একদিন আগেই জানানো হয় নতুন ক্যাপ্টেন হওয়ার বিষয়টি।

নাজমুল হোসেন শান্ত কে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়ার বিষয়ে জনপ্রিয় স্পোর্টস রিপোর্টার দেব চৌধুরী জানিয়েছেন, “শান্তকে না জানিয়ে কিংবা তার সঙ্গে আলোচনা না করে, হুট করেই ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া, এক কথায় অ’ন্যা’য়, অ’পরা’ধ। অধিনায়কত্ব থেকে কাউকে সরিয়ে দেওয়া যে কোন ক্রিকেট বোর্ডের স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু অধিনায়কের সঙ্গে আলোচনা করাটা ভদ্রতা, সম্মান; যেটা ক্রিকেট বোর্ড দেখালো না।”

দেব চৌধুরী ইউটিউব ভিডিওতে জানিয়েছেন, ওনার ধারণা শ্রীলঙ্কা সফর শেষে টেস্ট ফরম্যাটের অধিনায়কত্বও ছেড়ে দিবেন নাজমুল হোসেন শান্ত। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কি হয়। তবে বিষয়টি যদি সত্যি হয়ে থাকে – তাহলে সেটা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে, নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে এমনটা প্রত্যাশা করিনি। এইসব ডিসিশনের প্রভাব অবশ্যই ড্রেসিংরুমে পড়বে।

সাকিব তামিমের মতো, শান্ত মিরাজ কেও বেস্ট ফ্রেন্ড থেকে শ’*ত্রু হিসেবে দেখার জন্য প্রস্তুত হোন !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *