সর্বশেষ

অধিনায়কত্ব নিয়ে মিরাজ-শান্ত দ্বন্দ, শান্তকে সাফ যা জানিয়ে দিলেন মিরাজ

মেহেদী মিরাজের সঙ্গে একত্রে দেশের জন্য কাজ করতে চান নাজমুল হোসেন শান্ত ! নয়া ক্যাপ্টেন মেহেদী মিরাজের বিশ্বাস, ড্রেসিংরুমে কোনো প্রভাব পড়বে না

আজকে গণমাধ্যমে নয়া ওয়ানডে ক্যাপ্তান মেহেদী হাসান মিরাজ বলেছেন, “আমার কাছে মনে হয় ড্রেসিংরুমে কোনো প্রভাব পড়বে না। দিনশেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি। শান্ত যখন অধিনায়কত্ব করেছে আমি ওকে অনেক সাহায্য করেছি।আশা করি ও আমাকে অনেক সাহায্য করবে। ওর (শান্ত) সঙ্গে আমার এই কথাই হয়েছে। আমাকে ও (শান্ত) একটা কথাই বলেছে, আমরা একত্রে কাজ করব বাংলাদেশের হয়ে। বাংলাদেশকে আমরা ভালো জায়গায় দাঁ’ড় করাতে চাই।”

আপনিও কি মিরাজের মতো মনে করেন, ড্রেসিংরুমে কোনো প্রভাব পড়বে না?? বিশেষ করে, যেভাবে শান্ত কে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরপরও ..???

অনেকটা আচমকাই বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ।

নেতৃত্ব পাওয়ার খবর সবার আগে মিরাজকে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। ওয়ানডে দলকে নতুনভাবে গুছিয়ে নিতে মিরাজকে অনুপ্রাণিত করেন ফাহিম।

গণমাধ্যমের সঙ্গে আলোচনায় মিরাজ বলেন, ‘আমাকে গতকালকে ফাহিম স্যার ডেকে নিয়ে বলেছেন, তোমাকে আমরা এরকম দায়িত্ব দেওয়ার কথা চিন্তা করছি। আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু সামনে খেলা আছে, ওয়ানডে দলটা ঠিক করতে হবে। আমরা সেভাবে পরিকল্পনা করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন।’

অধিনায়ক হিসেবে নিজের নিয়োগ নিয়ে মিরাজ আরো বলেন, ‘আমি জানি না, তারা (বোর্ড) কীভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আমি যতটুকু জানি বোর্ড সভার মাধ্যমেই সিদ্ধান্ত হয়। কেউ একা নিতে পারে না। অনেক সময় পরিস্থিতি তো ঘটে। আমরা সবাই সবসময় সেভাবে মানসিক প্রস্তুতি নেই।’

এদিকে মিরাজ নেতৃত্ব পাওয়ার পর দেশের কয়েকটি গণমাধ্যমে এসেছে, ওয়ানডের নেতৃত্ব থেকে বরখাস্ত হওয়ার ব্যাপারটি একেবারেই স্বাভাবিকভাবে নেননি শান্ত। টেস্ট ক্রিকেটের নেতৃত্বও ছাড়ার কথা ভাবছেন তিনি।

যদিও মিরাজের কথায় তেমনটা বোঝা যাচ্ছে না। ইতোমধ্যেই শান্তর সঙ্গে যোগাযোগ করেছেন মিরাজ। শান্তর সঙ্গে বাংলাদেশকে কীভাবে এগিয়ে নেয়া যায় সেটা নিয়েই আলোচনা করেছেন জাতীয় দলের নব্য ওয়ানডে অধিনায়ক।

মিরাজ আরো বলেন, ‘(শান্তর সঙ্গে) কথা হয়েছে। ওর সঙ্গে ছোটবেলা থেকে একসঙ্গেই ক্রিকেট খেলছি। অনূর্ধ্ব-১৫ থেকে একসঙ্গে আছি। আমাদের যে জিনিসটা মনে হয়, অধিনায়ক তেমন ম্যাটার করে না। দল হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। ওর সঙ্গে যখনই কথা হয়েছে, দুজনে এটাই আলোচনা করেছি বাংলাদেশকে কত দূর নিয়ে যেতে পারি। এর আগে সিনিয়র ক্রিকেটার যারা ছিলেন তারা একটা পর্যায়ে নিয়ে এসেছেন। এখন আমাদের দায়িত্ব, আমরা বাংলাদেশ দলকে একটা জায়গায় দাঁড় করাতে চাই। এখন একটু খারাপ সময় যাচ্ছে। তবে আশা করি এটা দ্রুত কেটে আসবে ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস।’

‘আমার মনে হয়, ড্রেসিং রুমে এরকম কোনো প্রভাব পড়বে না। দিন শেষে আমরা সবাই দেশের হয়ে ক্রিকেট খেলি। শান্ত আর আমার মধ্যে এগুলো কখনোই কাজ করবে না। ও যখন অধিনায়কত্ব করেছে, আমি অনেক সাহায্য করেছি। আশা করি, সেও আমাকে করবে। ওর সঙ্গে আমার এই কথাই হয়েছে। ও আমাকে একটা কথাই বলেছে, অধিনায়কত্ব আমি কখনও আলাদা কিছু ফিল করিনি। আশা করি আমার (মিরাজ) ভেতরেও এই জিনিসটা আসবে না। আমরা একসঙ্গে কাজ করব বাংলাদেশের হয়ে। একটা ভালো জায়গায় বাংলাদেশকে দাঁড় করাতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *