সর্বশেষ

ব্রেকিং নিউজঃ টানা ব্যর্থতার পর কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ, উত্তাল ফুটবলপাড়া

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘরের মাঠে এই হারের পর কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে নানা মত তৈরি হয়েছে। টানা ব্যর্থতার কারনে স্প্যানিশ এই কোচকে আর কোচ হিসেবে চাইছেন না অধিকাংশ সমর্থক। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

শনিবার (১৪ জুন) রাজধানীর রাওয়া ক্লাবে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল ও কমিটির সদস্যরা। সেই ভরা মজলিশেই কাবরেরার পদত্যাগ চেয়েছেন বাফুফে ও জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন। যদিও কাবরেরার ভবিষ্যৎ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন।

শাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন বলেছেন, ‘জাতীয় দল কমিটির সদস্য হিসেবে কাবরেরার পদত্যাগ চাচ্ছি। কোচকে সড়ানোর এজেন্ডা নিয়েই আমি কথা বলতে এসেছি। তাকে সরিয়ে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই।’

হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ পর্যন্ত। এর মানে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত। এখন তাকে পদত্যাগ করতে গেলে বাড়তি জরিমানা দিতে হবে বাফুফেকে। বাফুফে সূত্রে জানা গেছে, আপাতত কাবরেরাকে বরখাস্ত করছে না বাফুফে। তবে জাতীয় দল কমিটির পরবর্তী সভায় সিঙ্গাপুর ম্যাচ হারের কারণ জানতে চাওয়া হবে এই স্প্যানিশ কোচের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *