সর্বশেষ

অবশেষে মাশরাফির অধিনায়ত্ব নিয়ে চাঞ্চল্যকর যা বললেন তামিম ইকবাল

মাশরাফির নেতৃত্বে দুই একটা ট্রফি জেতা উচিত ছিল বলে মনে করেন তামিম। ছবি : কালের কণ্ঠ
বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগ গেছে ২০১৫ থেকে ২০১৯ সাল। সে সময় ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে হারিয়ে দ্বিপক্ষীয় সিরিজ জেতে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এসিসি ও আইসিসির টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করেছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন তখনকার দল।

তবে নামের পাশে কোনো ট্রফিই জায়গা পায়নি।

সেই আফসোস এখনো পোড়ায় তামিম ইকবালকে। বাংলাদেশের সাবেক অধিনায়ক সেই কষ্টের কথাই আরেকবার জানিয়েছেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়া বিভাগের নতুন আয়োজন ‘অন অ্যান্ড অব দ্য ফিল্ড’ অনুষ্ঠানের অভিষেক পর্বে অতিথি হিসেবে এসে।
আরো পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ সাকিব, বলছেন তামিম
বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ সাকিব, বলছেন তামিম

মাশরাফির অধিনায়কত্বে কমপক্ষে একটা-দুইটা ট্রফি জেতা উচিত ছিল বলে জানিয়েছেন তামিম। তিনি বলেছেন, ‘আমি স্বীকার করি যে, আমাদের অবশ্যই ট্রফি জেতা উচিত ছিল।

কারণ মাশরাফি ভাইয়ের ক্যাপ্টেনসিতে আমার কাছে মনে হয় একটা-দুইটা ট্রফি জেতা উচিত ছিল আমাদের। আমরা সম্ভবত একটা ত্রিদেশীয় সিরিজ জিতেছিলাম। আমার কাছে মনে হয় যে, যেভাবে করে টিম খেলছিল ওই সময়, অ্যাটলিস্ট এশিয়া কাপটা জিতা উচিত ছিল আমাদের। আর ওয়ার্ল্ড কাপে, আমরা তো চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনাল একটা খেললাম, ওয়ার্ল্ড কাপে একটা কোয়ার্টার ফাইনাল খেললাম।

যেকোনো একটা ওয়ার্ল্ড কাপে যদি আমরা সেমিফাইনাল যেতে পারতাম, আমার কাছে মনে হয় দ্যাট উড হ্যাভ বিন আ ভেরি গুড অ্যাচিভমেন্ট।’

হতাশার কথা জানিয়ে তামিম আরো বলেছেন, ‘অবশ্যই হতাশা আছে। এটা বিশ্বকাপে বলতে পারেন, এশিয়া কাপে বলতে পারেন। কারণ আমাদের সক্ষমতা ছিল। আমার মনে হয় অন্তত এশিয়া কাপ জয়ের মতো সক্ষমতা আমাদের ছিল।

কয়েকবার আমরা কাছে গিয়েছিলাম। দ্য টিম ওয়াজ ক্যাপেবল অফ রিচিং নকআউট স্টেজ অফ ওয়ার্ল্ড কাপ। আমার কাছে মনে হয়। সেপশালি ২০১৯। আমাদের উচিত ছিল। তেইশেও আমার কাছে মনে হয় যে, এই সব জিনিসপত্র যদি না হতো, আরো ভালো করার সুযোগ ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *