সর্বশেষ

একাধিক চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে ২০২৫ সালের প্রথম টেস্টের জন্য পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে। গল টেস্টকে সামনে রেখে নির্বাচকরা রেখেছেন বেশ কিছু পুরনো মুখের সঙ্গে নতুন কিছু চমক। এই ম্যাচে নেতৃত্বে থাকছেন শান্ত, আর সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১৭ তারিখ শুরু হবে প্রথম ম্যাচটি।

সম্ভাব্য একাদশ (Playing XI):

সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (C), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (WK), মেহেদী হাসান মিরাজ (VC), তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নাহিদ রানা।

এই একাদশে অভিজ্ঞতা আর তরুণ শক্তির সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে। ওপেনিংয়ে ফিরে আসা সাদমান এবং বিজয়ের জুটি একটা ভালো শুরু এনে দিতে পারে। মিডল অর্ডারে শান্ত, মুশফিক, মুমিনুল ও লিটন অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটসম্যানদের শক্ত ভিত তৈরি করতে পারে। স্পিন বিভাগে তাইজুল-মিরাজের জুটি এখনও ভরসার নাম। পেস অ্যাটাকে এবাদত ও খালেদের সাথে নাহিদ রানা থাকছেন প্রথম পছন্দ হিসেবে

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট পরিসংখ্যান

মোট টেস্ট ম্যাচ: ২৫

বাংলাদেশ জয়: ১

শ্রীলঙ্কা জয়: ১৮

ড্র: ৬

সর্বশেষ ৫ ম্যাচে ফল:

শ্রীলঙ্কা জয় – ৩

ড্র – ২

শান্তর নেতৃত্বে বাংলাদেশ এখন ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। তবে বিদেশের মাটিতে স্পিন ও পেস মিলিয়ে সেরা কম্বিনেশন খুঁজে পাওয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের দারুণ পারফর্ম করাই হবে মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *